অবনী বাড়ি ফিরেছিল?




হোক না কবি সমকামী, কবির চেয়েও মস্ত দামি, 
গঙ্গা পাড়ে বেলুড়মঠে সন্ন্যাসীরা যেথায় থাকে-
সেইখানে এক বিকেলবেলায়, হাজার লোকের ভিড়ের মেলায়, 
দেখল কবি অবাক হয়ে- একজোড়া চোখ তাকেই ডাকে। 

হোক না এখন রামধনু রঙ, কতই বা রূপ, কতই ভড়ং-
হাজার থাবা বাড়িয়ে লোলুপ হাজার সিংহ অগ্ৰভাগে
সেই থাবাগুলির কোনো একটি ছুঁয়ে দিল মেয়ের চোখ-
পাতলা ঝোল আর খুদকুঁড়ো ভাত ঠুকরে নিল কাগে- বগে। 

কবি এখন কি আর করে, ফিরে সে যায় নিজের ঘরে, 
আল- বিন্তি, চাল- বিন্তি, বুড়ো সাধু বইয়ের ফাঁকে-
মোবিয়াস স্ট্রিপে পিঁপড়ে হাঁটে, স্ক্র্যাপবুকে দুঃখ সাঁটে, 
আকাশপানে হিটলারি রাত, রক্ত ওঠে গোপন রগে!

Comments

Popular Posts