পরীকে লেখা কবির শেষ চিঠি

সোঁদা মাটির গন্ধগুলো তোমার কানে ঢালছে নালিশ, 
তোমার চোখে একফোঁটা জল, তোমার মুখে মোমের পালিশ
নীল-কালো সব ব্যথাগুলো ভোলায় যদি গানের বালিশ, 
আমার ভাইটা মরলে আমি কার কাছে বা করবো সালিশ? 

সাতকাহনের চোরাবালি, নতুন পাতা, নতুন গান, 
মিথ্যে হাসির পলেস্তারাও খুলতে থাকে অনির্বাণ। 
প্রেম- কাঁদুনি- শেকড়বাকড়, চাদরমুড়ি অন্ধকার, 
উলট- পুরাণ, নতুন কয়েদ, সময় নতুন আফসানার। 

পরীর শরীর, পরীর প্রেমিক, সেই প্রেমিকেই কবির মন। 
বাস্কিয়াতের পানের পিকে মুর্শিদের প্রেম দেখা বারণ। 
মুর্শিদেরও বাঁশির ভেতর লাখ বেড়ালের আর্তনাদ, 
মরফিনের কুয়াশায় তার ট্রামলাইনে মরার সাধ। 

কাগুজে বাঘের কাগজ- নৌকো, সেই নৌকোই মাঝ- গাঙে, 
জলপরীদের ছল হাসি তাও সব তারাদের ঘর ভাঙে। 
তারারাও পায় মানবজনম, প্রেম জন্মায় মাঝরাতে, 
তারা- খসা ভাইটা আমার, শোয় আজ কোন পরীর সাথে? 

Comments

Popular Posts