বাঘ কাঁদে
বাঘ কাঁদে।
শালগাছে নখ দিয়ে খরর্- খরর্ শব্দ তোলে বাঘ।
তারপর,
বাঘ কাঁদে।
হালকা জুঁইফুলের গন্ধ ভাসে বাতাসে
বাঘ কামড়ে ধরে নিজের ঠোঁট।
বাঘ,
চোখের জল চাপে।
থাবা বাড়িয়ে সে তার বিছানা করে ফালাফালা,
বালিশের তুলো উড়িয়ে,
বাঘ খেলে।
তারপর বৃষ্টিতে ভিজে প্রেমিক প্রেম ভোলে।
কাঁচা রঙ তুলিতে শুকিয়ে যায়।
তখন,
বাঘ ঘরে ফেরে।
সুবোধ বালকের মতো,
রাত হবার অপেক্ষা করে সে।
রাত নামে।
তখন বাঘের চোখের জল জমে।
এক বিন্দু, দুই বিন্দু,
তা দিয়ে একজোড়া ডানা বানায় বাঘ।
সেই ডানায় ভর দিয়ে,
রাতে বাঘ চাঁদের দিকে উড়ে যায়।
চাঁদের দিকে নখ বাড়ায় বাঘ।
আওয়াজ ওঠে,
খরর্ খররর্-
Comments
Post a Comment