রোদখেকো। প্রথম পরিচ্ছেদ।

সেদিনের সেই ছোট্ট ছেলেটা, 
আজ হয়েছে রোদখেকো এক দৈত্য। 

আজও তার মুখে আধো- আধো বুলি-
কিন্তু পেশী হয়েছে শক্ত, 
মুষ্ঠি বজ্রদৃঢ়। 

আকাশ - পাতাল জোড়া হাঁ করে, 
সে খাচ্ছে, 
আমার রোদ, 
তোমার রোদ, 
আরও সেই সব নাম- না- জানা, 
কথা- না- বলা, 
চাঁদ- তারা- ফুল- পাখি- পরীদের রোদ, 
যাদের হয়ত সত্যিই-
খানিকটা, অল্প খানিকটা, 
খুবই সামান্য কিছু রোদের -
দরকার ছিল। 

Comments

Popular Posts