বেড়ালরমণী, #2



কাল চোখে যে দেখতে পেত পরী

 আজ সেই ক্ষ্যাপা হয়েছে য়াজিদ-

একটা একটা করে,

সাফ অ্যালগোরিদম মাফিক-

ডাকাতদের নরমেধ শেষ হয়। থরথর করে কাঁপতে কাঁপতে তা দেখে কুয়াশার ভেজা বেড়াল,

ঝোপের আড়াল থেকে...... 

কবে যে সে ছিল রাজপুত্তুর,

তার আর তা মনে নেই।

Comments

Popular Posts