আমার অ্যাফ্রোদিতি
স্কাইস্ক্রেপারে ছোট্টো ফ্ল্যাটে নরম হলুদ আলো
মানছি তোমার শহরটা কিছু বেশিই জমকালো,
তোমার ঠোঁটে মদিরার গ্লাস, আমার কানে তোমার শ্বাস,
কোন কুক্ষণে তোমার চোখে সন্ন্যাসী যে সব হারালো?
ভালোবাসায় শুকোয় তোমার বৃষ্টিভেজা নীল শাড়ি
এক বেশ্যার প্রেমিক হয়ে সন্ন্যাসী আজ মার্কারি
তোমার ঊরু, আমার হাত, পাপের দরজা খুলছে রাত,
জ্বর গায়েরই উত্তাপে তুমি কখন হলে দরকারি?
নেফদেথ ও তার মাতাল প্রেমিক এখনও বাঁধছে তাসের ঘর,
ঈশ্বর তোমার শহরে এখন বাধ্য ছাত্র, জাতিস্মর।
কানের লতি, আমার নাক, রাত বাড়লে সাধুও বাঘ,
বেশ্যালয়ে এখন সাধুর প্রতি রাতের নৌসফর।
আমার ঠোঁটে শেষ আফসানা, তোমার উপস্থিতি,
কাগজফুলের রুবাবে চিনি আমার পরিমিতি,
তাও তোমার শরীর, আমার হাত, গোপন দুর্গ কিস্তিমাত,
বেশ্যালয়ে হারিয়ে গেল আমার অ্যাফ্রোদিতি।
Comments
Post a Comment