রোম

রোম নগরী হঠাৎ তোলেনি মাথা,
গুমরে মরা কান্না এবং ঘাম,
আমার রোমের জন্ম পরির চোখে,
আমার রোম ভুলেছে রাজার নাম।

আমার রোম জন্মেছে গোল্ড ফ্লেকে,
মিনার্ভার লাল লিপস্টিক ঠোঁট,
আমার রোমের কলেসিয়ামে সব,
অনাদায়ী আতিথেয়তার বিস্ফোট।

আমার রোম চোরকাঁটাতে ঢাকা,
মাঝখানে শুধু বর্ণমালার লাশ
রাস্তা থেকে পড়ছে উঠে যারা
আমার কানে তাদের দীর্ঘশ্বাস।

হাড় জুড়িয়ে সাদা হয়ে গেছে সব,
আমার রোমে ব্যর্থরা ঘর বাঁধে,
ঘর থাকে না, নগরীই থেকে যায়,
অনুপ্রবেশ হতে থাকে আহ্লাদে।

মেট্রোর নিচে অন্ধকারে রোম,
ভেঙে যাচ্ছে রোম নগরীর থাম
মিনার্ভা তো ছেড়েছে শহর কবেই,
এবার রোমের প্রহরীর বিশ্রাম।



Comments

Popular Posts