#untitled

থেঁতলে গেছে মথের মৃতদেহ,
মাকড়সাদের ভোজসভাতে আজ,
লালার জালে জড়িয়ে শুধু মায়া,
একশো মথের একশো রকম সাজ।

ডানার ওপর ঝাঁপিয়ে পড়ে কেউ,
দেহের তলায় মুখ গুঁজে দেয় সে,
মৃত্যু যখন বৃহৎ পরিসর,
কি দরকার অধিক বিলম্বে?

আগুন দেখে পতঙ্গদের ধাঁধা,
রূহ জুড়িয়ে দেয় আগুনের তাপ,
বেঙ্গমিকে দেখলো কেনো সে?
মথের রাজার সস্তা অভিশাপ।

মথের দেহ ঠান্ডা হয়ে আসে,
দর্শকেরা পড়বে কেনো বাদ?
মৃত্যু যখন মায়ের কোলের মত,
জীবনটা তো মস্ত অবসাদ।

Comments

Popular Posts