মোনালি তোমাকে - ১
মোনালি তোমাকে দেখেছিলাম আমি যবে,
কেটে গেছে তবে প্রেম ভালোবাসা মোহ,
তখন সস্তা গোল্ড ফ্লেক নিয়ে ঠোঁটে,
কলেজ স্ট্রীটে ভাঁড়েদের বিদ্রোহ।
তখন অণু পরমাণু তর্ক বিস্ফোরণ,
ভীমবেগে ছোটে ডিজিটাল কলরব,
তারই মধ্যে তোমার চোখের তারায়,
মোনালি আমার অতিক্ষুদ্র বিপ্লব।
মন্দার দিনে তুমিই মন্দাকিনী,
তুমি প্রেমের কার্নিশে সন্ত্রাস,
শুকিয়ে যাওয়া হাঘরেদের বুকে,
তুমি লোকায়ত হয়ে অমর দীর্ঘশ্বাস।
লাল পতাকা রোমান্টিক তো বটে,
অবেলার কালবেলা হলে তবু তুমি,
পাঁজর ভেঙে ট্রাম চলে যায় দেখো,
পাঁজরে দাঁড়ের শব্দে ভারতভূমি।
তর্ক? নাকি বিপ্লব? সে তোলা থাক।
মোনালি তুমি শোনাও চালের দাম -
লোরকা বলেন হয়তো চালের চেয়েও,
বেশি দরকারি দেবদূতেদের নাম?
ওই দেখো, ফের মুখ ঘুরিয়ে কাঁদে?
আমি নয় বা খারাপ প্রেমিক সই,
পেটে খিদে নিয়ে তবুও কি মোনালি,
পড়বে না তুমি দুটো কবিতার বই?
অবশ্য প্রেমিককে তো প্রেমে বাঁধতে পারো,
আমার কপালে ভবিষ্যতের শনি,
আমার ভেতর বের্ণাবাওএর মত,
বর্তমানের উদ্দাম ক্যাকোফোনি।
তোমার শহরে বৃষ্টি আসে না বলে,
আমার শহরও ঊষর নারীর দেশ,
মোনালি তুমি পালাও, পালাও মোনালি,
ঘটতে দিয়ো না নোংরামির উন্মেষ।
নোংরামি? হ্যাঁ তাই তো বলবে ওরা,
তুমিও নাহয় বলবে কদিন পর,
ঠান্ডা গাড়ি, নরম বিছানা, মোনালি,
কেটে যাবে তোমার প্রেম ভালোবাসা জ্বর।
পাথুরে অহল্যা হয়ে আছে ধরাধাম,
উত্তাপে গলে যোনিপথ, আমি শেষ
কালো পতাকা, তোমার আমার নাম,
মোনালি তুমিও হচ্ছ নিরুদ্দেশ?
লাল নীল সংসার নাইবা পাতলাম,
কোরো না মোনালি কোনো হারামির সাথে সাঁট,
বলছি তো আমি, আর কিছু দিন, ব্যাস,
নদীর ওপারে আমার রাজ্যপাট।
সেই রাজ্যে রানী তুমি নও মোনালি,
সেই রাজ্যে আমিও তো নই রাজা,
সেই রাজ্যে তুমিও লেবার শ্রেণী,
আমিও বন্ধ করবো আঁতেল সাজা?
তাইতেই তুমি হ্যাঁ বলে দিলে মোনালি?
এত সুখ আমি পুষে রাখি কোন খামে?
এতো ভালোবাসা দু হাত উপচে যায়
লেবেল লাগাবো কত পয়সার দামে?
হ্যাঁ বলে দিল আমায় আজকে মোনালি,
বাহ এই তো, আমিই রাজকুমার
লেবার শ্রেণী, ধুস সেটা কি? জানি না -
পর করে দেবো প্রগতির লিটারেচার।
তারপর নাহয় মেনে নিচ্ছি মোনালি,
দিল্লি আমার সেই রাজ্যপাটের দেশ।
এখানেই পরের গল্প লেখা শুরু,
এখানেই নয়া আফসানা অন্বেষ।
Comments
Post a Comment