মোনালি তোমাকে - ৩
নেভাডার মরুভূমি, আমি আজ একলা।
আকাশে জ্বলে কাল্পনিক তারার দল
কলকাতা, বহুতলে তুমি মোনালি,
আজ রাতে কোন আদিরসে উচ্ছল?
রাত ঘনায়, নরম হলুদ আলো,
তোমার বুকের বিভাজিকা স্পষ্ট হয়,
তোমার ঊরু, তোমার যোনিদ্বার,
সবে কেন লাগা অর্থের বিষ ক্ষয়?
দেখতে পেয়েছি, ওই যে তোমার আদম,
আদিম খেলায় তুমিও আজকে ইভ।
না না আমি আজ কোনো ভগবান নই,
আমি আজ বুড়ো কোলা ব্যাঙ, ক্লীব।
বাঘের মত তোমার ওপর মোনালি,
আদম ঝাঁপায়, মরণ কুয়োর ঝাঁপ।
তোমার শরীরে আদম করছে যেন,
অখন্ড ব্রহ্ম বেদের বাক্যালাপ -
আমি বসে আছি, আমি হা হা করে হাসি।
ওরে মাগী তোর সব খেলা আমি চিনি
ফিরি নেভাডার বেশ্যালয়ের পথে,
আমি দেবদূতেদের পয়সা ছড়িয়ে কিনি।
আমি দেবদূতেদের পয়সা ছড়িয়ে কিনি।
আমি দেবদূতেদের পয়সা ছড়িয়ে কিনি।
Comments
Post a Comment