গোত্র

রোদখেকোরা ঘুমিয়ে পড়ছে দ্যাখ,
উপত্যকা দেখছে মেঘের ফাঁকে,
দারো মঠে সন্ন্যাসীদের নাম,
না, নাম নয়, গোত্র জেগে থাকে।

বাপসোহাগী ভুটিয়া মেয়েটা দেখ,
দোকানদারি করছে দিনে আজ,
নিদ্রা বুনছে ভুটিয়া বস্তি রোজ
গোত্র মিলছে? গুনছে ধর্মরাজ।

যমের হাসি পৌঁছয় না মঠে,
দারো পাহাড়ে সবাই সমান শুদ্ধ
গোত্রের ঢিবি পাহাড় হতে যায়,
নাভিশ্বাসে শাক্যমুনি বুদ্ধ।

কাম কি থাকে? ধর্ম থাকে না।
অর্থও নিরর্থ হতে যায়,
মোক্ষ? সে তো সমতলের দাম,
রোদখেকোরা গোত্র চেটে খায়।

Comments

Popular Posts