ভূত - ২
অস্ত্র দাগছি তোর বুকে, দেখ চেয়ে
লোভী খোকা, তোর নরম বুকে মুখ,
ভুল করছি, জেনেও রাখছি হাত,
দে ছুঁয়ে দে নিষিদ্ধ আঙুল।
শর্বরী গম্ভীরার তালে নাচছে যেন অকাল - ধামসা কার এ বোধন?
হা হা হা হা হাহাকার আমার মাথায় ভুশুন্ডি মাঠ
তোর চাউনি,
ফেলছে লাশ
আমার পাশেই
মনখারাপ।
মদের নেশায় বুঁদ কুত্তা, দেখ চেয়ে
শুনছে কানে রক্ত গরম করা রক্তের তাল -
তোর আর্তনাদে কলকাতা কাঁপে,
দূর শালা।
সহ্য করো, আমার ক্ষুধা সহ্য করো
ভূত দেখছো, তোমার কোলের খেলনবাটি নিড়িয়ে দেবো -
বুঝবে ঠেলা
অঙ্কুরোদগম, মহাকালের গর্ভ যেন আউশ ধান,
উচাটনের খেসারত
খালি হাতেই কাটবো গলা দেখ শুঁকে দেখ চন্দনকাঠ,
যাহ!
লাল নীল সাদা ঘোমটা পরি,
ফেলব লাশ,
তোর পাশেতেই
মনখারাপ ।
এক আকাশে তোর দুঃখ ধরে না?
বেবুশ্যে তুমি মন্দিরে পাবে ভোগ বাতাসা?
ভালোবাসা নিংড়ে নেব,
উচাটনের খেসারত।
যা বলে দিস নপুংসক ভাতারটাকে চুনের বালতি চুষে খা।
Comments
Post a Comment