ভূত - ১

বাড়ছে ঘরে কোন বিভীষণ কে জানে?
তন্ত্রে যায় না বাঁধা, এ কোন অবস্থা?

কাপাস তুলো ভিজছে দেখো, খড়কুটো সব সত্যনাশ -
তোর পেছনে দেখছি কেন ভূত?

সোহাগের ঘরে একানড়ের বাসা
ঘরকন্না করছে বটে খাসা।

ঘরের মধ্যে বায়বীয় ভূত
স্নায়ুর মধ্যে বায়বীয় ভূত

ঘিলুতে পাড়ছে ডিম, 
তুইও ভয় পেয়ে যাস রোজ সকালে
সারা রাত্তির আদর সেরে ভূত দেখছি তুই আর আমি,
চমকে উঠলে পুষছে দেখি, নোনতা জলের বুকজ্বলা ঝাঁঝ-

কিন্তু তোকে কেমনে বোঝাই?
লাল নীল সাদা জন্তুপ্রবর, ঘোমটা সরিয়ে ডাকছে আমায়, "আয় আয় আয়"-

আমার কানে মন্ত্রণা দেয় তারা,
আতান্তরে পড়েই পশু হয়েছে ঘরছাড়া।

মেঘের পোকা কুরে কুরে খায় খেলনাবাটি,
কন্ঠনালী যাচ্ছে পুড়ে,
হায় কন্যে, আমিই তবে নষ্ট হলাম ঘোলা জলে সাঁতার কেটে?
নালিশ - বারণ, চক্ষু বোজা; আশবরীর ঠাট জানি না -
শ্মশানঘাটের রাগমালা শুনবে কেন গৃহস্থ?
আসান কর্ম অনেক আছে-

কিন্তু কন্যে একবার তুই বল,
এখনও তাড়া করছে কেন একানড়ের দল?

Comments

Popular Posts