#untitled

আমার পাঁজরে কান পেতে শোন
প্যালেস্টাইন উজানী হাওয়ায় পাঠিয়েছে শমন 
মহাকাল মহড়া নিচ্ছেন
একপা দুপা, কার ছাতির বেড় কত?
আমার টিনের চালায় হানা দিচ্ছে দুঃস্বপ্নের দল
রাতের পরি পাচ্ছে ভয়, আমি তো সূর্য ওঠার আগেই হাওয়া-

নিশির ডাক
ডাকছে আমায়
শুনতে থাক,
কালোবাজারি 
সস্তা মাছ,
ঢাকতে থাক,

আঁশের গন্ধ ছড়িয়ে গেছে শিরায় শিরায়
গাজার হাহাকার শোন রে পরি,
ছানি পড়ছে প্রেমে, আমি ভিজে গেছি রে পরি,
আমার অদ্বৈতবাদে ভুলের চোরাবালি

আমি তলিয়ে,
যাচ্ছি খালি।
ডাকছে আমায় 
নিশির ডাক
প্যালেস্টাইন
শুনতে থাক।

শেষ হয়েছে, নাকি ধুয়ে গেছে সব পাপ?
পিনাকপানির চোখে ঠুলি,
অনাথ ছেলে রেশনের লাইনে 
গুলিয়ে ফেলেছে কে সৎ কে চিৎ আর কে আনন্দ -

বুলেটে কাব্য খোদাই করবে কে? 

ওরে ক্ষ্যাপা খেতে দে,
ওরে ক্ষ্যাপা ঘর দে,
স্নেহের শমন পাঠা নাহয়, তোর কোলেতেই ফেরৎ যাবো,
বুলেটে নয়, ভালোবাসায়, ঝাঁঝরা করে দে।

Comments

Popular Posts