#untitled

মুশায়েরা লিখছি আমি, তোর বুকের ওপরে
পাপের খাতা বর সাজছে প্রেমের টোপরে 
শয়তান কি দেবে তোর হাতের মাটি পেতে?
সোহাগে নয়, বুলেটে আজ ঝাঁঝরা করে দে।

Comments

Popular Posts