#untitled
উপশিরায় ঢালছে পারা
কবির কথা বলছে কারা?
দিন নেই যার, রাতও ফুরায়, পরজনমের বাউল তুমি,
রাধা রাধা কাঁদছি দেখো, আমি নপুংসক -
মিলিয়ে যায় মাঠ, ধানক্ষেত
কবিতা যেন অনভিপ্রেত,
ঘর নেই যার, নদীও শুকায়, নরম গালের বিষাদ তুমি,
ছইয়ের নিচে রাংতা মোড়ায়, অন্ধ শেয়াল সব।
দেখতে পাব তাকেই জানি,
সে কি আমায় দেখতে পাবে?
ঘোলা জলে মাছ ধরবে খুইয়ে সম্মান?
এক জনমের সোহাগ শেষ,
আমার ঠোঁটে প্রেমের রেশ,
ধরতে গিয়ে ফেলেছি ভেঙে কাঁচের শিরস্ত্রাণ।
মাঠ পেরিয়ে যায় রাতেই,
সমুদ্র শেষ তার সাথেই
কবির জন্যে কোল মেলে দেয় মহামায়ার ঘরবাড়ি।
ভোর হয় না এই দেশে,
রাত আসে না তার শেষে,
মেয়ে জানতো প্রেমের পরে লোকলজ্জাও দরকারি -
উপশিরায় জ্বলছে খুন,
কবির গানও খুব করুণ,
ভোর ঢুকে যায় রাতের পেটে, ভোরের ঘাসে নীহার তুমি,
তোমার নামে গান বেঁধেছি, অনিন্দ্য অনুপ্রাস
মিলিয়ে যায় সব প্রমাদ
কবিতা যেন জ্বরের স্বাদ,
ভাত নেই যার, তার ঘাড়ে জিন, কানাগলির জেল্লা তুমি,
তোমার নামেই ভাসছে প্রদীপ, এখন বারোমাস!
Comments
Post a Comment