অকালমায়া

সমুদ্রের বুকে রাত নামছে।
ফসফরাস চিতা জ্বালাচ্ছে, পদ্মসম্ভব,
তোমার চিতা!

আমার হৃৎপিণ্ডের লাবডুব শুনছি জলপ্রপাত যেন,
কাকোচাংয়ের কোন মায়াবী রাত
কোন অপদেবতার গ্রাস থেকে আমি ছিনিয়ে এনেছি আমার প্রেমিককে,
সে ছবি আঁকছে,
গিরিখাত গলে পড়ছে রং রূপ রেখা নিয়ে তুলির টানে
কাঁচা ক্যানভাসে, 
যেন -
আদিবাসী নারীর অকৃত্রিম উন্মাদনা;
পদ্মসম্ভব,
তোমার নিটোল শাস্ত্রে ঘুন ধরিয়ে দেয়!

রাত নামছে কৃষ্ণকায়,
রাত নামছে সাদা ঘোমটা মুড়ে,
ত্রেতাযুগের রঘুপতি মূক, 
মায়ায় নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে সবাই,
অকালবোধন না উচাটন জানি না, কিন্তু,
তুমি কেন বলি চাইছো?

আজও আমি ছিনিয়ে আনবো তোমার বুকের থেকে রুপগন্ধা মণি,
আজও আমি এক হুঙ্কারে আটকে দেবো জোয়ার ভাটা,
আজও আমি এক চুমুকে পান করে নেব বিষের ভান্ড
সবার চিতা জ্বালিয়ে দেব,
আমার প্রেমিক তোমার ঘাড়ে পা তুলে আমাদের রতি- দৃশ্যের জলছবি আঁকবে,

তুমি দেখবে, পদ্মসম্ভব,
আমরা জবানবন্দি লিখে দেব বালির ওপর!

Comments

Popular Posts