স্তব

যমের দুয়ার পার করে দেয় বসন্ত,
মালখানা দিই পাহারা আমি, লাশের দোকান,
সাজানো যাদের নামের স্তূপ, ঠোঁটের ওপর লম্বা চুপ,
আমার ব্যথাও নীল হয়ে যায়, তোমায় দিতে প্রেমের জোগান -

তোমার বুকে আসবে কবে বসন্ত?
নাক ডুবিয়ে তোমার বুকে নেব দীর্ঘ ঘ্রাণ,
ঘামের গন্ধে ঘরই যদি নাই বা ভরে, সোহাগনদী -
বুঝবে কেমনে সবাই তখন, তোমার প্রেমসোহাগী জান?

তোমার যোনি, আমার হাতেই বসন্ত।
কারবালার হাহাকার আমি শুনছি পেতে কান -
জাদুটোনাও করছি রদ, ঠেকছে হাতে ঘোর বিপদ,
নগ্নিকাকে দেখছি যেন, করছে ঘাটে গঙ্গাস্নান!

আমি আনছি, তোমার দেহে বসন্ত।
যমের বাগান থেকে লুটছি ফুলেদের সম্মান,
তোমার পিঠে আমার শ্বাস, শব্দ সাজিয়ে অন্তর্বাস,
চোরাই ফুল গেঁথে সাজাই আমার হাওয়াইযান।

পশুর মত, লুটছি তোমার বসন্ত,
কি হবে বা আমার জেনে, তোমার অভিমান?
রাত পোহালে চাঁদও গোঙায়, দেবীর দেউল লুঠ হয়ে যায়,
একঘেয়ে, তাই দানপাত্রে, প্রেমের অনুদান!

Comments

Popular Posts