খোঁচড়ের প্রেম, কান্নাকাটি

নাভিমূলে প্রাণবায়ু, সরিয়ে শরম,
অপাংক্তেয় যে তোর গুপ্ত ধরম,
আমার হাতেই তোর গালের নরম
পাঁচ আঙুলের দাগ দেয় জানান জখম।

এক এক বেশ্যালয়, এক এক রকম,
কার চর্বিতে তেল কত, কার চিনি কম,
অপার বিস্ময় যেন যৌন মরম,
লজ্জার শেষে তোরও শরীর গরম।

তাও দেখি, লাল পার্টি, কলজেতে দম,
কাব্যের দরজায় সাক্ষাৎ যম,
বন্ধুর লাশ নামে, সর্পভ্রম,
সাপ নয়, দড়ি শুধু, ঝোলে হরদম!

আঁকড়ে ধরবি চাল? খসে যাবে গম,
বেকারের তালিকায়, মহাকাল মারে দম,
ধোঁয়া ছেড়ে তুইও বল বম বম,
গেরুয়া পরেছে ভাঁড়, যায় আশ্রম!

শুয়োরের মুখে শব্দের কনডম,
শুয়োরও ঠিক যেন ঋষি গৌতম,
প্রেমের সনদে মেয়ে, পৌরনিগম 
চলে যদি গেলি তবে, অতীত ডটকম!

Comments

Popular Posts