বেশ্যালয়ে সাধু
ঘোলাটে চোখ, গোঙাচ্ছে শোন টুনির মা,
আর শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা,
ঢন ঢন ঢন ফ্যান ঘুরছে আসমানে,
গ্রীষ্ম দুপুর প্রেম ঢালছে কার কানে?
টুনির মাকে জড়িয়ে ধরে শুই আমি,
টুনির মায়ের শরীরটাও যে খুব দামী!
কানের লতি কামড়ে ধরি আনমনে,
এক যুগ ধরে আমিও নির্বাসনে!
তাই নারীর শরীর ভোগ করে নিই অনেকক্ষণ,
কি হবে জেনে, কি ভাবছে নারীর মন?
কি হবে জেনে, দেখছে টুনি কতক্ষণ?
টুনির সাড়ে পাঁচটার আগে ফেরা বারণ!
চরম খিস্তি, ঘর কাঁপিয়ে, টুনির মার,
দেখছি আমি, মূর্তি যেন অজন্তার,
পরের পলে, পাড়া কাঁপানো আর্তনাদ,
মাংসের স্বাদ পেলেই সাধু ঘোর উন্মাদ!
জোয়ার ভাটা নিজের হিসেবে থামে,
মহাদেবীর অঙ্গরাগ সাধুর ঘামে,
চোখ নামিয়ে, করছি মন্ত্র উচ্চারণ,
এই দুপুর, তোমার, আমার, বড় আপন!
Comments
Post a Comment