পাপ
অবাঙ্মানসগোচর তুমি,
প্রেমের পাড়ায় খোঁচড় তুমি,
গল্পে নয়া মোচড় তুমি,
দেখছি তোমায় রোজ।
দেখছি তোমায় দিন প্রতিদিন,
তুমিই প্রেমের শেষ গিলোটিন,
তুমিই আসমানে বিলীন,
বিনি পয়সার ভোজ।
সাঁট করছে অন্য লোকে,
কার সাধ্য আমায় রোখে?
উত্তর দেবে ঋণাত্মকে,
মারব আমি দাঁও।
সিংহাসনে হাসন রাজা,
বন্ধ করো আঁতেল সাজা;
চোরাই গোলাপ আনছি তাজা,
নেবে না একটাও?
Comments
Post a Comment