স্তোত্র

সাজিয়ে রাখি তোমার শরীর তানপুরায়,
আদিতালে মালকোষ ধরি, প্রেতাত্মাদের সালিশ শুনি,
পেলব শরীর, আমার আঙুল ছুঁলেই কেটে যায়

সাজিয়ে রাখি তোমার শরীর অন্তরায়,
যায় গলে যায় আমার চোখ, প্রেতাত্মাদের অপার শোক,
কাঁচের মুকুট, শুধু আমার হাতেই ভেঙে যায়।

সাজিয়ে রাখি তোমার চোখ, নদীর চড়ায়,
গ্যাসের মুকুট, আমিই জ়ার, মিথ্যে প্রেমের ইশতেহার,
প্রেমের লাশ পড়েছে কলেজ স্ট্রীটে, শেয়াল-কুকুর খায়।

সাজিয়ে রাখি হাত দুখানি, ভুবনডাঙায়,
সেখান থেকেই হাওয়ার চিঠি, তুমিই ছিলে আফ্রোদিতি,
ঘর গোছানো নাই বা হলো, মন্দ অভিপ্রায়?

সাজিয়ে রাখি বুক দুখানি, হাওয়ায় হাওয়ায়,
পয়সা দিয়ে প্রেমও কিনি, প্রেমের ফাঁদে মুসোলিনি,
নায়ক না হয় অন্য কেউ, খলনায়ক হওয়াই যায়!

সাজিয়ে রাখি কোমর তোমার, মেঘের গায়।
প্রেমের বেলায় অমিতাভ, প্রেমও খাবো, আঁঠিও পাব,
না জমলে চোখটি বুজে, নষ্ট মেয়ের দায়!

সাজিয়ে রাখি পা দুখানি, নজরানায়।
নজরকাঠি রোজ পুড়ে যায়, তুমি যে ছিলে কিসের আশায়!
লুচ্চা কবে হাঁটু গেড়ে তার প্রেম জানায়?

তাও সাজিয়ে রাখি তোমার আত্মার ভার, এই খাঁচায়,
তোমার মুখে ছাইয়ের রং, আমার নানান নতুন ঢং,
সেসব থাক। তোমায় পাব নতুন আফসানায়।

Comments

Popular Posts