শ্রেয়

রাত গভীরের উড়োচিঠিগুলোতে,
মথিত হতো অন্য বেদের স্তোত্র,
সেসব তত্ত্ব, রসিকলালের কাছে নামভোলানো খেলা
প্রতিবিম্বের অনাহুত অদলবদল।

নাগরদের চোখমুখ বদলে যায় আল্লাহ বলার আগেই,
অধ্যায়ে অধ্যায়ে শুধু গ্লানিমোচনের কলরব,
আর ঘরের মেঝে নিকিয়ে নেওয়ার সলাহ।

অন্নকূট সমাপ্ত, এবার তুমিও চলো,
নতুন করে আবার নামগুলো ভোলা যাক!

Comments

Popular Posts