ফ্রয়েড-২
দিনের পর দিন গনগনির পাথুরে জমিতে থাকা প্যাঁচা আস্বাদ করছে কালিমার সিঁদুরে গন্ধ।
রিগর্মর্টিস ধরে গেছে সূর্যের দেহে। গোপন গোলাপগঞ্জ থেকে বেরিয়ে এসে সিসিটিভিতে কালো কাপড় ছুঁড়ে দিচ্ছে ধর্মীয় হায়েনার দল। ঘুরে পড়ছি তাদের পেছনে আমিও, নিখাদ মৎসজীবী। টেন কমান্ডমেন্টস্ লেখা পাথরগুলো আমি শুধু ছুঁয়ে দিতে চাই।
ওদিকে শিমুলের নিচে পার্থ লিখে যাচ্ছে ইলোরা আর মধুবনী। শেষ হয়ে যাচ্ছে বাদামি চাঁদ, পৌনে দুশো এম এল।
টেনে নিয়ে চলে আসতে ইচ্ছে করছে তোকে, ব্যাঙ্গালোর তোর বুকের ভাষা বোঝে? পড়তে পারে তোর চোখের আশকারা? পিষে ফেলতে পারে তোকে এক পাহাড় হো চি মিনের তলায়?
আজ দাঁতে কেটে ফেলতে ইচ্ছে হয় তোর নাটমন্দিরের অনুপস্থিত দরজা। ভেঙে দিতে ইচ্ছে করে, অর্কিডের আগুনে সেঁকা ভদকার গ্লাস। হাতে রেলিং ধরেও ফস্কে যেতে ইচ্ছে হয় নিষিদ্ধ খাদে। অপবিত্র করে দিতে ইচ্ছে হয় তোর সবকটা নালন্দা তক্ষশীলা। হাতের মুঠোয় জীবনানন্দের শ্রাবস্তী, আমি লালায় ভিজিয়ে দিই ভৈরবীর গালের ওম।
তারপরেই বুনো পুলিশের সাইরেন শুনি, অন্ধ মুর্শিদ কাঁপা কাঁপা গলায় আমায় জানায় প্রেমের রাতের সমাচার।
পরের সকালে আবার গন্ধ ওঠে, ১ কেলভিন, ২....
Comments
Post a Comment