ফ্রয়েড-১০

তোমার হাত ধরে আমি চলে যাবো আরো দূর ঔপনিবেশিক পাহালগামে।
যাযাবর হয়ে যাই, সন্ধানী শরীরের ভুল বোঝাবুঝিতে,
সোহাগসিদ্ধান্তে অক্লান্ত বশিশ্ঠের নড়াচড়া,
সুলতান সব ঠোঁটে ঠোঁট ডুবিয়ে জন্ম দিচ্ছে নতুন নতুন বাংলাদেশের।
অচেনা চৌকাঠ পেরিয়ে নাৎসি দাক্ষিণ্যের তেলচিটে বালিশ বিছানা,
আমার ভেতরে রোজ গড়ে দেয় নতুন নতুন ভিয়েতনাম।

তুমিও চাহিদা হয়ে পড়, অজান্তেই।
বহুমুখী রুদ্রাক্ষ ঢেকে নিই আমি রূঢ়তার কার্পণ্যে।
অঙ্গিরার অদৃষ্টপূর্ব মুদ্রা এঁকে দিই তোমার পিঠে, জানান দিই ঢ্যাঁড়া পিটিয়ে, 
"আসছি আমি থাকতে বারোমাস!"
হেরো কাক হয়ে ফের বসে থাকি প্রেতচক্রে। 
অযথাই মানসিক মায়ামহলে পদ্মগোখরো হয়ে ঢুকে পড়ো তুমি, 
দ্বিতীয় রম্ভা!

আর কিভাবে বোঝাই তোমাকে, 
আমি চাই বিষদাঁত বসিয়ে দাও শ্বাসনালীতে,
বিষে ভরে দাও শরীরের প্রতি আনাচকানাচ,
ছিঁড়ে ফেলে ছুঁড়ে দাও মেঘের গায়,

আমাকে তুমি ভেঙে দাও রেমব্রাঁর চরিত্র যেন 
মহাযোগী আমি তোমার ব-দ্বীপে করছি আঁতাত সৌরস্তোত্রে,
কমদামী রাতপোশাক রপ্তানি করছি তোমার বন্দরে।

এখন বলো, কবে ছুঁতে দিচ্ছ স্তনাগ্র, অবনত পরাজয়ের ভারে?

Comments

Popular Posts