১১
তুমি লাল রাজাকে ভালোবাসো বলে,
আমি নীল রং প্রিয় করে নিই।
আমি শমীগাছের মাথায় লুকিয়ে আসি এ কে সাতচল্লিশ।
তুমি কন্যাকুমারী তাই,
আমার নৌকা অন্য ঘাটে ভিড়িয়ে দিই
নষ্ট পথিক,
লেনাদেনা মিইয়ে নিই প্রজাপতিদের তাৎক্ষণিক কেতাবে,
আমি চলে যাই মাঝদরিয়ায়,
আমি চলে যাই দশটা সাতাশে,
হে কৃষ্ণ,
আমি নিজেকে ভেঙে তৈরি করি সহস্র রক্তবীজ,
চলে যাই আরো দূরে, নোংরা বস্তিতে,
ভাড়াটে মেয়েদের সাথে করি মহাভারত-কথা,
চলে যাই আরো দূরে, পুষে রেখে ক্ষোভ,
চলে যাই আরো দূরে....
আরো, আরো দূরে....
তুমি লাল দরবারে নীল রানি সেজো!
Comments
Post a Comment