প্রাক্তন

ঝকঝকে আল্ট্রামেরিন আকাশের ছায়া পড়েছিল ততোধিক নীল সুইমিং পুলের জলে,

অনন্তদ্রাঘিমা ফেনিল সাগর, তার কপোলকল্পিত রাজকাহিনী আপাতত আমার শহরে পৌছচ্ছে না। 
তবু তোমায় খুঁজছি লাতিনাদের বাদামি বুক আর কালো চুলে।

না, বিশ্বাস করো, 
তোমায় খুঁজে পাচ্ছি না আমি, 
পাব না জানি, 
পেতে চাই না তাও জানি,
এবং পেতে চাই না জেনেও,
খুঁজে যেতে চাই, তাও জানি, কিন্তু

তুমি কি আমাকে খুঁজে ফিরছ?

আমার দন্ডকারণ্যের দিনরাত্রি,
ফরেস্ট ম্যালেরিয়া, 
গেরিলা জীবন, 
তুমি,

তুমি আজ নরম নর্ডিক আলোয় অঙ্গুলিহেলনে আটকে ফেলেছো সমর্থকাম পুরুষ। কুকুরের মত বকলস পরিয়েছ তাকে। নরম অন্ধকারে তোমার অন্তর্বাসের অযথা রূপকথাগুলো মেঝেতে ফেলে দিয়েছো তুমি, বকলস ধরে টেনে এনেছ সেই পুরুষকে। কলকাতার রাতের স্কাইলাইন তোমার শরীরের আউটলাইন দেখছে ব্যালকনির মনোমুগ্ধকর মাতাল জোয়ারে। 

না, তোমাকে আর খুঁজে পেতে চাই না।

Comments

Popular Posts