ভিক্টোরিয়া '২৩

দ্রাবিড় পুরুষের কর্কশ আঙুলগুলো,
গোলাপী পাঁজরে লঘু স্পর্শে জানিয়ে দেয় নিশির ডাক।
পরের জন্মের ষোড়শী,
এই জন্মে থানার পাশে তামাটে ছাউনিতে অহল্যা।
বধির কানে কোকিলের মৃত ছানার মতো অশ্রুত কান্না,
হরিনামে তন্ময় হয় নরম দৃশ্য, ভোর চারটের এসরাজ,
তন্ময় হয় দীপঙ্করের পুঁথি, মানবীর প্রেমে!

জানতে দেয়নি তাকে, দ্রাবিড় পুরুষ,
পড়েছে মেয়ে আঁধার খামে পাপের পাঁচালী,
এখনো তো তাকে চেনে দেবীসম দেহে,
গলায় দড়ির দাগ নিয়ে প্যাঁচা যখন পেশ করে গাথা মার্জারের কাছে,
আরো, আরো অন্ধকার রাতে,
একাকী গাছ গুলশান করে ঝুলতে থাকে কবি,
পরির সাথে কথা বলে...

রক্তে পাপের দাগ, ফেনিল সাগর শুধু,
প্রাপ্তি নারীর, স্বীকারোক্তি সে দেয় তাকে,
কিসের টানে জীবনচক্রের অনিয়মিত ওঙ্কারে বাঁধা,
কবির ধুতির খুঁটে রানীর হৃদয়,
অথবা হয়তো যেভাবে টিকটিকি, ধরে খায় মথেদের,
মরিচদানার মত শোকে গলে যায় ছাতিমের মৃতদেহ,
গলে যায় অপর্যাপ্ত দেহজ আফিম....

Comments

Popular Posts