ফ্রয়েড-৯

তুমি চুল খুলে দাও, আমি ছবি আঁকবো।

তোমার নাম বীজমন্ত্র করে শিখিয়ে দিয়েছি সোনাব্যাঙকে,
মক্‌মক্ শব্দে নাদ তুলছে সোহন-ঋতু, 
ঠুমরী লুকিয়ে এসেছি ঈশান কোণের হরিদ্রাভায়,
শাওনের তা গাইতে মানা!

তোমার মসৃণ কোমরে বেয়াড়াপল্লীর অবাধ্য ট্রিনিটি ঠিক করে দেয় প্রেমের ঠিকুজি - কুষ্ঠি,
ঠিক করে দেয় আমার ভায়ের গলার রজ্জুচিহ্নের মাপ।
কেন উরু ভিজে যায় তোমার ছিটকিনি টানার আওয়াজে,
কেন আর্দ্র ক্ষীণতোয়া নদীতে প্লাবন আনে পশ্চিমী প্রযুক্তির দূত
কেনই বা, 
ব্রহ্মশির দেগে দিই আমি তোমার জরায়ুর ফসল লক্ষ্য করে!

তুমি নাম ভুলে যাও, আমি ভালোবাসবো!

তোমার বকফুল আমি পুষে রেখেছি বীমার আদালতে,
অসভ্য মানুষদের আদমশুমারির ওপর চাপিয়েছি স্থগিতাদেশ।
হিম পাতালঘরে পুরে দিয়েছি নীরব শিরস্ত্রাণ পরা যীশুখ্রিস্টদের,

প্রাত্যহিক আমি ঝাঁপ দিয়েছি সেন্ট্রাল মেট্রোতে!

তোমার চোখের কোলের স্ফটিকগুলো আমায় রাখতে দেবে?
যার অর্থ আদায় করা-
শুধু আদরের পৌরাণিক পাণ্ডুলিপি 
আর তারায় তারায় রটিয়ে বেড়ানো আমাদের দ্রোহপর্বের আখরি কিসসা; তারায় তারায় ভাপা পিঠের মত উচাটন।
ভাতের গন্ধের মত মনে পড়ে তোমাকে,
মাঝারি একখান বাড়ির মত,
মাথার ওপর ছাদের মত।

তুমি বুকের কাপড় সরিয়ে দাও, আমি পিকাসো হয়ে যাবো!

Comments

Popular Posts