ফ্রয়েড-৩
এক সমুদ্র ডাকটিকিট তোর শরীরে।
আমি হাতড়ে মরছি এক চিলতে ঘুম,
একটু নরম ঘাসের ক্ষীণ চাদর, বিছিয়ে দিচ্ছে কারবালা।
নিজামুদ্দিনের সমাধি ছাড়িয়ে যাচ্ছে হাজার বক,
উড়ে যাচ্ছে শান্তিনিকেতনী মোহনায়।
মদের তলানিতে এঁটোর শহর, ভিড় করছে রাহুর দল।
আমি কপাল পুড়িয়ে নাম জপে যাই "দুর্গা, দুর্গা" রবে।
তোকে মনে হয় সরস্বতী পুজোর হলুদ শাড়ি, আঁচলে হলুদ,
মুখ বেঁধে ফের গোপন আলাপ,
নষ্টনীড়,
আমিও ফের খোয়াব দেখি বোষ্টমীর...
এক ঘর দু ঘর দুঃখ গুনতে গুনতে পাপের দালানকোঠা গড়ে দিয়ে যায় ময়দানব।
চাঁদের পিওন তোকেও বলে মেহজাবিন।
আমি কুকুরছানা শীতের ওমের ছোঁয়া পেতে তোর পেটে নাক গুঁজে দি পাগল ঋতুর আকাশনীলে,
ল্যাপটপে ইলশেগুঁড়ি বাজে কালের মন্দিরা।
চেনা পথিক ভুল করে ফেলে আসমানি বই, দরকারি।
কলারবোনে হাত কেটে যায়, ছুঁয়ে ফেললেই পাপের আকর,
রাক্ষসীদের জঠর-বিলাস,
আমার আন্তিগোনে তুই...
Comments
Post a Comment