ফ্রয়েড-৮
সবুজ প্রাণীরা কাহারবা তাড়ায় ভ্রমরের পৌষমাসে-
তোর রুহানি শক্তি আঁচলে বেঁধে রাখে রাম-রাবণ,
প্রাণহানির সংখ্যা বেড়ে চলে চিতলদের,
রাত জেগে জেগে আমি অগ্নিমন্দিরে বাণ মারি।
বুড়ো ভামের এলোমেলো আলাপন ভরা বাজারে টাঙিয়ে দেয় তোর গোপন বসন্তের হলফনামা,
লোকে বলে কেন তুই পাপী হলি?
আমি তাও চোখ বুজে দেখতে পাই,
Comments
Post a Comment