বিরহী - ২

একলব্য তোমার অনেক বাড়িঘর?
অনেক নারী তোমার বুকে হাঁটে?
আমার পরেও গোপন সংসারে,
একলব্য, তোমার শাসন খাটে?

দ্রোণপর্ব অন্য ছন্দে লেখা
বালিয়াড়ির ভেতর বিছের বাস,
দীর্ঘ খেয়াল দীর্ঘজীবী হোক,
চলতে থাকুক অন্ত্যজ প্রশ্বাস!

তুমি নাহয় চেয়ে দেখনি আমায়,
ঘুরে গেছে সব চাঁদঘুড়িদের দল,
অজপা হয়ে জন্ম দিচ্ছি দেখো!
পরকীয়াকেও করেছি যে সচ্ছল!

গভীর আওয়াজে আমার বসন্ত,
ঋতুমাফিক প্রহরা তোমার হাত,
দৈবজ্ঞ যদি নিজেকেও মনে করি,
ভুলে গেছি আমি তুমি অসুরের জাত!

শিশ্নে গেঁথে ষোড়শী যুবতী দেহ,
একলব্য, তোমার তামাম রাজ্যপাট?
মুখখানি ধরে তোমার বুকের ভেতর,
খোঁজ দিয়েছো সফেন চন্দনকাঠ!

চৌকিদারি তোমার খতম কবেই,
জানি তারা খসে তোমার আজান ডাক,
বিরহী কাব্য শুধু পাঁজর ভেঙে দেয়,
ভেতরের পাখি নয় আজও বেঁচে থাক!

Comments

Popular Posts