রুবাব

স্কুলবারান্দায় ধোঁয়া শুঁকে নিই আলেয়ার,
দূরে কেলেঘাইয়ের বুকে,
ডুকরে ওঠে বনানীর প্রেতচ্ছায়া,
আলেয়া এফোঁড় ওফোঁড় করে দেয় নদীর চর।

অতীতের দশকগুলো নলে সীসা পুরে দিয়ে,
প্রতিরোধে একরাশ ব্যর্থতা ছুঁড়ে দিয়ে,
পাঞ্চজন্যে ফুঁ দিতেই সমগ্র কুরুক্ষেত্র জুড়ে ছড়িয়ে যায়
শিশুসুলভ গর্ব, ভিয়েনে পাক হচ্ছে প্রিয়তমার পেটের ভিতর প্রত্যাহার...

অচেনা, তুই ঠিক একটা ব্যানারের মত সুন্দর।


Comments

Popular Posts