দেবদুষ্ট

ফালতু দেশপ্রেমের পর্দার পেছনে কয়েকটা দশলাখি চুমু আটকে গেল, তাই না?

পুৎনার রোমকূপের ভেতর যে সব পাঙ্গাস ধর্মগ্রন্থ পড়িনি আমি, তাতেই বোধহয় সব লেখা ছিল? মাঠে প্রেম, কংসাবতির চড়ায় সারারাতের আজান, প্রতি বর্গইঞ্চিতে আমার লালা....

আখাম্বা সর্পিল টাওয়ারের টঙে আঁধার ডেরা ছেড়ে আজকাল যখন বিষাক্ত হাওয়ায় শ্বাস নিই, দেশপ্রেমের বাঁদিপোতার গামছাটা আপনা থেকেই ঢিলে হয়ে গিয়ে সারা শহরের সামনে আমার পাছা হাট করে দেয়। অ্যালবামের দ্রৌপদীরা বলে তওবা, তওবা! 

স্বপ্নগুলো ঠিক সিলেটের গ্রামে কেনা লোবানের মত উবে যায়। 

আফ্রিকান ড্রামের পর গোলাপের রং ভুল হলে পার্কের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে কাকের বিষ্ঠায়, এবং,

এবং সৈরিন্ধ্রীর সামনেই স্বমেহনে ব্যস্ত হয়ে পড়ে গান্ডিবী পার্থ!

Comments

Post a Comment

Popular Posts