হ্যামলেট
পদ্মপ্রভ, আমাকে জাগাও।
বিচ্ছেদে আমি ক্লীব, আমি জড়,
আমি মূক, বধির,
আমার ধ্যানসম্ভূত প্রজ্ঞা,
ঘরে তুলেছে কোন তস্করের দল?
কলম ভাষার উত্তাপে গলে যায়,
সরে যায় চোখের সামনে থেকে ইষ্টদেবতার প্রতিকৃতি,
হারানো শীতঘুমের মন্টাজ,
অলীক কাব্যের অপ্সরা,
দিলরুবায় তোলে মাতাল সুর,
হাওয়ার আমোদিয়া নিশ্বাসে আমি পাগল হয়ে পড়ি,
পদ্মপ্রভ,
কিন্তু কবিতা আসে না!
আমি ভুলে যাই কে যক্ষ
আমি ভুলি কি তার লক্ষ্য,
আমি ভুলে যাই কি বা তার নাম, কি বা ধাম, কি বা অনুরাগের দাম
অসুখী পরিবারগুলো আমার কলমে ঢুকে পড়ে
মাথায় হাত দিয়ে আমার হাহাকার,
মিথ্যে শোনায় তাও।
আমি ঘুমিয়ে পড়ি, জড়বৎ।
আমাকে জাগাও, পদ্মপ্রভ!
Comments
Post a Comment