বিরহী
বিরহী, তুমি কেন আঁধার হলে?
জানি, শোলোকবলা অহোরাত্র জট পাকিয়েছে,
তোমার দিলরুবার তারে।
জানি, চিনতে গিয়ে কেউ বা ফেলেছে ছিঁড়ে পেলব ফুল,
গেঁথে ফেলেছে হাড়ের মালা,
তবু, বিরহী,
তুমি কেন আঁধার হলে?
তোমার কানপাশা পাঠ দেয় নোংরা উৎসবের,
চোখের কোলে ভগ্ন গেরস্থালি,
তোমার তখ্তের ঠিক পাশেই,
দূর্বাসার তৃণাসনও যে খালি!
তবু যদি কেউ খুঁজে নেয় অন্য দশমিক,
অগোছালো পংক্তিমালা তুমি অবাক ধ্বজাধারী!
সেই ধ্বজাও কাদায় নোংরা হয়;
বিরহী আমার মাথার দিব্যি,
বলো,
তুমি কেন আঁধার হলে?
আঁধার হয়েছি,অনেক পথ হেঁটে, ভালো বাসা হয়তো ভালোবাসা পাইনি বলে।!
ReplyDelete