ফ্রয়েড-৭

চক্রাকারে ঘুরতে থাকে ভূতেদের বাসস্থান,
তুয়াঝোপে লাগামছাড়া রাত কেটে যায়, ভোর কেটে যায়,
শাওয়ারের নিচে গলে পড়ে তোমার সায়া- সেমিজ,
জিয়নকাঠির স্পর্শ নিতে উদগ্র ভঙ্গিমায় তাকায় চোখ ঠেরে,
তোমার নতুন জন্মদিন!

আকন্দফুল শয়ান দেয় হেমন্তের বিগ্রহ,
গিরগিটির রঙ্গিলা মাতম কুয়াশা হয়ে যাচ্ছে আমার ফুসফুসে,
তুমি বলো, গোল্ড ফ্লেক!

তোমার উপাধি জানায় অপরাজিত নামেদের গোলটেবিল,
তোমার বুক জানায় অক্ষমের কান্না...
প্রভু শুনিতে তা পান না!

তখন রাগ জমে।

আমি বিষ মিশিয়ে রেখে আসি ইডেন উদ্যানে,
আমি ধর্মরাজকে বলি, দূর হট, বেয়াদব!
আমি আনুবিস সেজে ত্রিশূল হতে ঢুকে পড়ি আঁতুড়ঘরে,
তোমার ইঞ্চিতে ইঞ্চিতে ভরে দিই কায়স্থ হাহাকার!
তোমার আর্তনাদ অশ্লীলতা বলে ছাপিয়ে দিই বিজ্ঞাপনে,
তোমার চোখের শ্লোক উল্টো করে ভরে দিই ব্রহ্মরন্ধ্রে...

তোমার গলা অব্দি আমি পাচার করে দিই বন্দুকের নল....

Comments

Popular Posts