স্কেচ -১

একগুচ্ছ জন লেননের পাশে নীল হয়ে শুয়ে আছে পদ্মবোঁটা। 
ভালোলাগে তার ভিজে সকালের মায়াবী এপিটাফ, কোল খালি করা বৌদ্ধিক ইনকিলাব। রাস্তাগুলোর পরতে পরতে লেগে থাকতে চায়, অখ্যাত কবিগান। 
বেদমন্ত্রর ফাঁকে ফাঁকে দেখতে পাই গেরুয়া পাগড়ির নিচে জ্বলজ্বল করছে ধর্ষকের চোখ, হোমের ধোঁয়ার পেছন থেকে হাতের মুঠোয় শৈত্য, ভেজা বেড়ালগুলো আজও খেতে চায়...
না-কবিতাগুলো অপয়া দাবানলের মত পদ্মবোঁটার গলা টিপে ধরে। ঘন্টাখানেকের বেহদ্দ প্রহারের পর মুখে গ্যাঁজলা ওঠা বিষরমণী উগরে দেয় বৃশ্চিকরাশি। পেয়ালা-পিরিচে অনুসঙ্গহীন ভাববাচ্য গোল্ড ফ্লেকের ধোঁয়ার মতো তোমার নাভি ছাড়িয়ে চলে যায় আরো দূর মারিয়ানায়....

Comments

Popular Posts