কিউবা
ক্যালিগ্রাফির সন্ধেগুলোয় অন্য মনস্তাপ,
বিপ্লব হয় দীর্ঘজীবী, জীবন অন্য মাপ।
বিচূর্ণ চাঁদ, বামন হয়ে নাগালে নাইবা পাই,
স্বপ্নে বুকে জড়িয়ে তোমায়, লেনিন হয়ে যাই!
পীরের দোরে কাঠগড়া, উঠছে দেখো কে?
মেট্রোর থার্ড লাইনে দেখো, মরতে নেমেছে!
দশটা সাতাশ ধরবো বলে মিথ্যে স্তোক বানাই,
অরণ্যে সব গেরিলা রাতে, তোমার হয়ে যাই!
ভাঁড়ের চায়ে ভাসছে পোকা, তোমার বুকের তিল,
নখ উপড়ে ফেললেও ঠিক তোমার ব্যথায় নীল,
ভাঙা শরীর নিয়েই যদি মস্ত ঘর সাজাই,
বন্দুকের নলে আমিই তখন ক্ষমতা হয়ে যাই!
আফিম যেন ধরছে সমাজ, তুমিও ধরো না!
লাশকাটা ঘরে যাওয়ার আগেই তুমিও মর না!
বেঁচে থাকলেও ভূত হয়ে যদি ইনকিলাব জানাই,
মুষ্টিবদ্ধ হাতের মাঝে, ফেস্টুন হয়ে যাই!
স্লোগান ছুটবে আকাশপানে, তোমার কি যায় আসে?
কাব্য লিখো বিপ্লবের এই শ্রান্ত ইতিহাসে,
শ্যামবাজারি যৌনজীবন, তোমার মাথা খাই,
তোমার ঠান্ডা ঘরের মাঝেও আমি কিউবা হয়ে যাই!
Comments
Post a Comment