ফ্রয়েড-৬

বেদজ রাতে ডুবসাঁতার দিই আমি তোর ক্ষীরনদীতে,
ভিটের টান চোখে ভাসে তোর নরম কাদামাটি স্তনে
সাদা ঘোমটায় তুই ওফেলিয়া হয়ে আমাকে টেনে বের করে আনিস খোলস থেকে,
আমি বলি, "এই রামচরিতমানস জানা ছিল না তো!"

ঘাসের পুতুল ছুঁড়ে দেয় আমার দিকে চিনি-রুটি, নারকেলকোরা,
দৈনন্দিন প্রেমের খাদ্য মিশে যায় 
আমার ভুলের আরব সাগর,
ঘামরক্তরস গুলে নিয়ে পথ দেয় আমাকে বুধ, শুক্র, শনি,
হাতির পিঠে হাওদা মেলা পরি,
রাকাত ভুল পড়েছি জানি, গুলিয়ে গেছে তোর শিরদাঁড়া বেয়ে আমার প্রেমের ফোঁটা...

সাড়ে পাঁচ নম্বর ভুল যখন করবো বলে তৈরি হই,

গুদামঘর থেকে তোর বুক দুখানি আমায় গিলে খেতে চায়.....

Comments

Popular Posts