ফ্রয়েড-৪
তুই আমাকে নিয়ে চলে যা পাভলভে।
ভয়ের মূর্ত প্রতীক অন্ধ গোষ্ঠী,
আয়োজন করে কামরাঙা-ভাঙা সকালগুলো,
বাসের শেষ সিটে দুই জানালায় কলকাতা নিয়ে ভোর নামে।
তোর বাড়ানো আঙুলে;
হাওয়ার মেহতাব টুপটাপ করে জপে দেয় ফের কলের গান।
কাদামাটি তুমি আমার কেন হলে?
তোর হাতে হাত,
এক্সাইড মোড় ফুসমন্তরে গুলবর্গা!
ভাঙছি সিঁড়ি,
বদনাম আমি মুছিয়ে দেবো নিজের হাতে, সত্যিকথা -
এক গোয়ালে সবাই রাজা, তুই ভুলে যাস কেন?
মাঝদরিয়ায় বিসমিল্লাহ সানাই বাজান আমার কানে,
আমি গ্রাস করে নিই মহুয়ার হাঁড়ি,
নদীর নাম ছাপিয়ে চোখের জল....
সব দুঃখ ভুলিয়ে দেব, সত্যিকথা,
কাদামাটি তুই তোর মত করে দুঃখ দে!
Comments
Post a Comment