বুলবুল

আজ রাতেও, আরো পাঁচটা শোভাবাজারি নিলামের মত খাটে উঠছে উর্বশীর কাঠগোলাপ। সিসিফাস গুদামের বিশ পাওয়ারের বালবে দেখছে মাছিদের গলে যেতে। 

দশটা মাছির এরকম বেধড়ক পদস্খলন দেখে সিসিফাসের ঘুম পাচ্ছে। মনে পড়ছে করুণ শঙ্খের মত অচেনা নারীর স্তন, অভিশাপের মত পাশবিক নানা বিজাতীয় উৎসবের পঙ্কিল উদযাপন।

রীতিনীতি গুলি মারো, অলাতচক্রের দরজা এভাবে খুলে যাবে, কে জানত?

উর্বশী বিকিয়ে যাচ্ছে গিয়ানিমার হাটে। রেতসমাধির তলদেশের গোপন কুলুঙ্গি থেকে গোখরোর ফোঁস যদি বা সাঁট করেও থাকে কানুর সাথে, তাতে কি সস্তার যৌনতা ঠেকানো যায়? 

"মা বোনেরা, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো!"

উর্বশীর বুক অবধি উঠে এসেছে দোয়াঁশমাটি, বুকের উইঢিবিতে বহু নাগরের হরেকরকম্বা। তাই সিসিফাসের হাঁচোড়পাঁচোড়গুলো নেহাতই অশ্লীলতার পর্যায়ে পড়ে যায় আজকাল। 

তবুও একসাথে মাঠের দূর্বো হওয়ার সাধ মিটিয়ে নেয় আজকাল সিসিফাস।

স্রেফ গীতা পড়ে।

ক্ষুদ্রম হৃদয়দৌর্বল্যম..... ইত্যাদি আরো অনেক হিজড়েগন্ধী কথা।

Comments

Popular Posts