ফ্রয়েড-৫
রাজার গাঙে থেমে গেছে জোয়ার ভাটার টান,
খসে যদি এক সমুদ্র অনন্তনিদ্রা, তবে,
প্রেমের ভাঁড়ারে টান পড়ে যায় শুনেছি!
পায়রার ডানায় লেগে থাকা গমের গুঁড়োর মত রোদ ভিজিয়ে দিচ্ছে হাওয়াই প্রাসাদ,
সারা শ্যামবাজার থিরথির করে কাঁপে,
ছেঁড়া পালে কলকা-কাটা মারিহুয়ানা জানান দেয়;
তোর ঠোঁটের একটা পাথুরিয়াঘাটা, অন্যটা জোড়াসাঁকো!
তাও রাজার গাঙে পাল্টে গেছে হাওয়ার পালাগান!
লাল পোশাকে নীল মাফিয়া ইনিয়ে বিনিয়ে এখনও কি ডাকছে তোকে?
ভয় দেখাচ্ছে নষ্ট অতীত,
পাঁচালী ভরে দিচ্ছে রোমকূপ জুড়ে যখের ধন?
আগুন বয়স, অন্তহীন এই যাত্রীবাহী ট্রেনের রাত-
অচেনা, তোর দুচোখে আমায় জ্বালাতে দিবি তিরিশ লুমেন?
Comments
Post a Comment