আজ একুশ



আজ একুশ।
আমি পদ্মার পাড়ে দাঁড়িয়ে হাঁক দিচ্ছি,
কমরেড!
তুমি শুনতে পাচ্ছো কি?

কাস্তে হাতে ধানক্ষেত থেকে,
কালো ধোঁয়া মেখে-
কারখানার অন্ধকার থেকে,
বিশ্ববিদ্যালয় থেকে,
তুমি বেরিয়ে এসো,
তুমি এগিয়ে এসো কমরেড!

তুমি দাঁতে দাঁত চেপে জমিতে ওত পেতে থাকো।
নিঃশব্দে বিপ্লবের চারা রোপণ করতে থাকো,
যে কাড়তে আসবে তোমার মুখের ভাষা,
তোমার মাঠের সবুজ,
তোমার আকাশের নীল,
তুমি তাকে লাঙল ঠেলে দেখাও,
তোমার মাটিতে ইনকিলাব লেখা আছে!

কমরেড, তুমি কারখানার অলিন্দে থাকো,
হাতুড়ির আওয়াজে স্বাধীনতার স্লোগান তোলো,
মেশিনের ঝমঝম,
মৃতপ্রায় চোখ,
আর লেদ মেশিনে কাটা পড়া আঙুল দেখিয়ে জানিয়ে দাও,
তোমার পাঁজরের প্রতিটি হাড়ে ইনকিলাব লেখা আছে!

তুমি বিশ্ববিদ্যালয়ে থেকো কমরেড।
তুমি কবিতায় থেকো,
স্লোগানে থেকো,
ধর্ষিতার চোখের জলে,
কৃষকের হাহাকারে,
বাঁজা জমির কান্নায়,
উদ্বাস্তুদের দুঃখে -

কমরেড, তুমি থেকো
বাবার চওড়া বুকে, মায়ের আঁচলে,
প্রেমিকার হাসি,
আর দেওয়াল জোড়া গ্রাফিটিতে,
তুমি প্রতি কলরবে থেকো কমরেড!

তারপর তুমি পদ্মার পাড়ে এলে দেখবে,
তোমাকে দেখতে আমি এসেছি,
উন্মাদের মত নাড়াচ্ছি বিপ্লবের পতাকা!

কমরেড, এসো,
আজ একুশে,
পদ্মার বুকে,
আগামীর কমরেডের জন্যে আমরা লিখে দিই ইনকিলাব!

Comments

Popular Posts