ন্যাংটো রাজা, সস্তা ধান
সে আমার ভাই ছিল।
যারা শাহীনবাগ গুলজার করেছিলেন, দিন-রাত,
তারা আমারই মা।
এরা আমারই সাথী, আমারই মাথার ওপর ছায়া, আমারই ঘরদুয়ার,
আমারই বাড়িতে গরম ভাতের গন্ধ!
আমি এদের আকাশে ঘুড়ি হয়ে দাঁতে ছিঁড়ে নিতে পারি তোমার ড্রোন,
আমি এদের আশকারায় তোমার গদিতে ঘুণ হয়ে যেতে পারি রাজা!
আমি এদের জন্যে চোয়াল চেপে জপে যেতে পারি প্রতিরোধের জপমালা!
আমি এদের জন্যে শুষে নিতে পারি তোমার টিয়ার গ্যাস,
বুক পেতে দিতে পারি তোমার রাবার পেলেটের সামনে!
আমি এদের জন্যে তোমার গোমূত্রে ফলিডল সেজে বসে থাকতে পারি,
প্রসঙ্গত,
তোমায় বলে রাখি রাজা,
যে চাষী একাত্তরে নিজের পরিবারের গলায় কাস্তে বসিয়ে নিজে ফলিডল খেয়েছিল,
সেও হয়তো আমার দাদা ছিল!
তুমি আমার সবাইকে মেরেছ রাজা!
আমি তাই আর কথা বলব না, আমি হয়তো তোমার মত ভালো কবি নই,
আমি বক্তৃতা দেব না, আমি তোমার মত ভালো বক্তা নই।
আমি চাষী,
আর তাই,
আমি তোমার ছাপ্পান্ন ইঞ্চি জমিতে ঠিক এরকমই ছ্যাঁদার চাষ করে দেব!
Comments
Post a Comment