লম্পট স্বপ্ন
উড়ন-ছু খেলতে খেলতে কাকের নোনতা পালক থেকে
যেসব অবশ বর্ণমালা খসে খসে পড়ছে আজকাল,
তাতে নিখোঁজ কমরেডদের নাম দেখতে পাচ্ছি!
বাদামি হয়ে আসছে সন্ধ্যাবেলা, পাড়ার মোড়ে ঢুকতে গিয়েই,
শুনতে পাচ্ছি শঙ্খধ্বনি, অথবা হয়তো,
লম্পট পশুদের হারেরেরে শুনতে শুনতে আমিও দিকভ্রান্ত-
আমিও ঢুকে পড়ছি কাঠুয়ার গলি পেরিয়ে,
সটান কুরুক্ষেত্রে!
Comments
Post a Comment