মিনার্ভাকে

মিনার্ভা দেখো, আকাশে নক্ষত্রেরা কেমন নিভে যাচ্ছে!
তা যাক।

আমরা জোনাকির লস্কর নামাবো!

কলমের আঁচড়ে পাল্টাতে চাই তোমার ঘামের রং,
মিছিলে মিছিলে,
দপদপ করে জোনাকিরা যখন জ্বলতে থাকে,
তখনও আমি তোমায় দেখি,
অন্য ভাষায় গাইছ গান!

তা বেশ।
আমার গলায় জোর নেই আর, থাকলে নাহয় বলেই দিতাম,
অন্ধ চোখে গেরিলাজীবন দেখতে পেয়েও,
তোমায় ভালোবাসি!

ইনকিলাবের সংহতি যদি খুন হয়ে যায়,
তা যাক!

আমি প্রতি ব্যানারে বিপ্লব লিখে দেব!

তোমার স্নিগ্ধ জীবন কোন সকালে খুলবে চোখ,
কোন মদিরায় চুমুক দিয়ে বলবে, "এবার শ্রাদ্ধ হোক"
তা না ভেবেই ঘেমো মিছিলকে আগলে ধরে বোম মারব!

প্রেমের ছাপাখানায় ছাপানো সেই নিষিদ্ধ সব ইশতেহারে,
মিনার্ভা তোমায় বলছি শোনো,

ফাইটার জেট থেকেও তোমার ওপর ঝরবে লাল গোলাপ!

Comments

Popular Posts