যন্তর
লেপের ভেতরে রাখছি পুষে নার্সিসাস।
অপ্সরাদের লোকদেখানো হিড়িক,
আইন জানলে খোদাও বলে ইনকিলাব!
আর্যাবর্তে ঘুণ ধরে না বলবে তুমি?
খাসিপাহাড়ে ভাঙা চার্চ, আমি দেখেছি সমকামী জিগোলোদের-
হাত ধরেছে আঁকড়ে তবু, আমার কেন ভাতার নেই?!
লেপের ভেতর রাখছি পুষে চাঁদপোকা!
পোড়া মাটি, পোড়া মাঠের পর,
রামচন্দ্র দেখতে থাকেন এক হয়ে যায় মণিপুর আর কামদুনি!
আমাকে তুমি চিনতে চাও কি নার্সিসাস?
থেরাপিগুলো যাক না কলেজ ফেস্টে কিংবা পাম্ফ্লেটে,
ভোরের ময়দানে বুলেট তো নয়, আমার বুক চিরে দেয় আইভরি!
এক কোপে তুমি কাটতে পারবে শুয়োরদের?
এক আঁচলে পারবে বাঁধতে রাম-রাবণ?
নাকি তোমারও অন্ডকোষে নাম লেখা থাকে ব্যাঙ্গালোর?
Comments
Post a Comment