গাজ়ার জন্য কবিতা

একই সাথে বেড়ে ওঠে অনেকগুলো চার বছর,
মায়ের কোলে সেঁটে গল্প শুনতে শুনতে,
ভূত-প্রেত পক্ষিরাজ দত্যি দানো,
কখনো বা লালপরি বা নীলপরি।

তবে ওরা সবচেয়ে বেশি শুনতে চায় বাড়ি যাওয়ার গল্প।

এই চার বছরগুলো পাঁচ, ছয়, সাত হয়ে ওঠে,
একরাশ ধ্বংসস্তূপের মধ্যে স্বপ্নগুলো অমর হয়ে যায়,
রাবিশের পাহাড়ে, 
কাগুজে বাঘেদের আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে চলমান মস্তানিতে,
অদৃশ্য হয়ে আগলে রাখে ওদের,
মানবিকতার রুহানি শক্তি।

এদের বড় হয়ে ওঠা একই আকাশের তলায়,
যার নিলীমা আমার চোখে জলের পর্দায় ভাসিয়ে দিচ্ছে সাহস,
তখতে বসা পুতুল নয়,
তখত পাল্টানোর হাঁকার দিচ্ছে দেবদূতেদের গান,
ষাঁড়ের চোখে চোখ রেখে,
মাতাদোর হয়ে ওঠার ডাক দিচ্ছে!




Comments

Popular Posts