যন্তর-২

আমার শরীর ঘেঁটে সুখ মেটেনি তোমার রাজা?
হারমোনিকা ঠোঁটের ফাঁকে ধরলেই যেন স্টেনগান!
তারপরে খাপ পঞ্চায়েত, শিরায় শিরায় কোক....

জমির পরে আরেক জমি, স্বেচ্ছায় আমি ধর্ষিতা?
এই পুরাণে নেই বেদব্যাস, রাজছত্র করছে ক্র্যাশ,
আমার দেহের উত্তাপে ছাই, শ্রীমদ্ভাগবত হরেক রং!

তবে গদির দখল মিলবে কি? লাল পিঁপড়েও মাওবাদী,
লিটল ম্যাগ বা আনারকলি, কুরুক্ষেত্রে হচ্ছে বিলি, 
এক ফর্মায় ইন্তিফাদা থামছে না, থামবে না!

Comments

Popular Posts